আপনি ব্যবহার করতে পারেন অ্যান্ড্রয়েডের জন্য 10টি সেরা অ্যাপ লকার
আপনি কি অ্যান্ড্রয়েডের জন্য 10টি সেরা অ্যাপ লকার খুজতেছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আপনি এখানে অ্যান্ড্রয়েডের জন্য 10টি সেরা অ্যাপ লকার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এছাড়াও আপনি ১০ টি অ্যাপ এর ডাউনলোড লিংক প্রত্যেকটি অ্যাপ এর নিচের অংশে দেখতে পারবেন। যেখানে ক্লিক করলে আপনাকে সরাসরি ডাউনলোড পেজে নিয়ে যাবে।
অ্যাপ লক সফটওয়্যারঃ
একটি স্মার্ট ফোন আমাদের দৈনন্দিন জীবনে খুবই উপকার করে থাকে। এটি আমাদের ব্যক্তিগত একটি ডিভাইস। আমরা স্মার্ট মোবাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ নানারকম সামাজিগ মিডিয়া অ্যাপ গুলোতে আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকি। তাছাড়াও আমাদের মোবাইলে আমাদের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাপ, বেক্তিগত ছবি, ভিডিও ইত্যাদি থাকে। এগুলো আমাদের কাছে এততাই গুরুত্বপূর্ণ যে এগুলো অন্য কারোর কাছে গেলে নিজেদের অনেক ক্ষতি হতে পারে। এই জন্য এগুলো তথ্য আমাদেরকে নিরাপদে রাখতে হবে।
আর স্মার্ট মোবাইলে সবচেয়ে উত্তম মাধ্যম হলো অ্যাপ লকার ব্যবহার করা। কারণ অ্যাপ লকার এর মাধ্যমে আমরা আমাদের সামাজিক অ্যাপ সহ ব্যাংকিং অ্যাপ এবং আমাদের ছবি, ভিডিও রাখা ফোল্ডার গুলোতে অ্যাপ লক বসাতে পারবো। অ্যাপ লকের সুবিধা এক কথায় বলতে গেলে অ্যাপ লকে আমরা যে সিকিউরিটি দিবো সেটি অন্য কেউ জানতে পারবে না এবং আমাদের বেক্তিগত অ্যাপ এর মধ্যে প্রবেশও করতে পারবে না। বর্তমান মার্কেটে অ্যাপ লকার নামে অনেক অ্যাপস প্লেস্টোরে পাওয়া যায়।
অ্যান্ড্রয়েডের জন্য 10টি সেরা অ্যাপ লকারঃ
- AppLock-Lock apps & Pin Lock: যত গুলো অ্যাপ লক অ্যাপস রয়েছে ্তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে এই অ্যাপটি। এই অ্যাপটিকে প্রায় ১.০৭ এর বেশি মানুষ রিভিউ দিয়েছে। বর্তমানে এই অ্যাপটি ৪.৫ রেটিং এর অধিকারী। সব মিলে প্রায় ১০০ মিলিয়ন এরও বেশি মানুষ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছে। এই অ্যাপ এর ইন্তারফেস খুবই সুন্দর। আপনি প্রথমে এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনার ভালো লাগবে। অ্যাপটি ডাউনলোড করতে ( AppLock-Lock apps & Pin Lock ) ক্লিক করুন।
- App Lock- AppLock Fingerprint: এই অ্যাপটি প্রায় ৫০ মিলিয়ন মানুষ ডাউনলোড করছে। এই অ্যাপটির মাধ্যমে আপনি একসাথে অনেক গুলো অ্যাপ লক করতে পারবেন। এই অ্যাপ এ পিন, প্যাটার্ন, ও ফিঙ্গারপ্রিন্ট লক কাজ করে। আপনি এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। অ্যাপটি ডাউনলোড করতে ( App Lock- AppLock Fingerprint ) ক্লিক করুন।
- AppLock- Fingerprint: অ্যাপ লকের মধ্যে এই অ্যাপটিও অনেক জনপ্রিয় হয়ে আছে। বর্তমানে প্রায় ৯৫৯ হাজার মানুষ রেটিং দিয়েছে এবং প্রায় ৫০ মিলিয়ন মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছে। যেহুতু এই অ্যাপটির রেটিং প্লাস ডাউনলোড বেশি সেহুতু এই অ্যাপটি আপনার জন্য অনেক ভালো হবে। এই অ্যাপটির মাধ্যমে আপনি ফিঙ্গারপ্রিন্ট লক আলাদা ভাবে দিতে পারবেন যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক শো করে। অ্যাপটি ডাউনলোড করতে চাইলে ( AppLock- Fingerprint ) ক্লিক করুন। তাছাড়াও কেউ যদি আপনার লক করা কোন অ্যাপ এ ধুকতে চায় তাহলে এটি সেই বেক্তির ছবি নিয়ে রাখতে সক্ষম।
- Norton App Lock: Norton App Lock একটি অ্যাপ লকার এর নাম। এই অ্যাপটি একদম বিনামূল্যে এবং বিনা বিজ্ঞাপন ছাড়া ব্যবহার করা যায়। এই অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ। এখানে ফিঙ্গারপ্রিন্ট লক সহ, পিন বা প্যাটার্ন লক দিতে পারবেন। এই অ্যাপটি ব্যবহার এর একটি সুবিধা হচ্ছে কেউ যদি কোন অ্যাপ এ প্রবেশ করতে যেয়ে ভুল পিন টাইপ করে তাহলে প্রবেশকারিদের ফেস ক্যাপচার করে রাখে। এটি আপনি আপনার ই-মেইল এ পেয়ে যাবেন। Norton App Lock ডাউনলোড করতে চাইলে (ডাউনলোড Norton App Lock) ক্লিক করুন।
- BGNmobi অ্যাপলকারঃ BGNmobi একটি অ্যাপ লকার। যদি আপনার মোবাইল ফোনে আপনি কোন অ্যাপস লক করতে চান তাহলে এই অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারেন। এই অ্যাপ দ্বারা আপনি পিন, প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে পাসওয়ার্ড সেট করতে পারবেন। তাছাড়াও অনুপ্রবেশকারী কেউ যদি আপনার লক করা অ্যাপস এ ধুকার চেষ্টা করে তাহলে এই অ্যাপ সেই বেক্তির ছবি তুলে থাকবে। এই অ্যাপসটি ডাউনলোড করতে চাইলে (BGNmobi অ্যাপলকার) এ ক্লিক করুন।
- AppLock Pro: অ্যাপ লক প্রো হলো আর একটি অ্যাপ লকার অ্যাপস। এই অ্যাপ এ এখন পর্যন্ত ২০০ হাজারের বেশি মানুষ রেটিং দিয়েছে। এই অ্যাপ এর মাধ্যমে আপনি প্যাটার্ন লক, ফিঙ্গারপ্রিন্ট লক, পিন লক মারতে পারবেন। এছাড়াও অন্য কেউ আপনার অ্যাপ এর মধ্যে ধুকতে লাগলে এই অ্যাপ সেই বেক্তির গপনে ছবি রেখে দিবে। অ্যাপসটি ডাউনলোড করতে চাইলে (AppLock Pro) ক্লিক করুন।
- AppLock: AppLock হলো আর একটি জনপ্রিয় একটি অ্যাপস লকার। মোট ১০ মিলিয়ন মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছে। এই অ্যাপ এর একটি ভালো গুন হলো, এই অ্যাপ এর মাধ্যমে আলাদা আলাদা অ্যাপ এর জন্য আলাদা আলাদা লক সেট করা যায়। অ্যাপটি ডাউনলোড করতে চাইলে (AppLock) এ ক্লিক করুন।
- App Lock-Lock Apps, Password: এটি অ্যাপ লক করার আর একটি লকার অ্যাপ। এই অ্যাপটির রেটিং প্রায় ৫৬৯ হাজার প্লাস। প্রায় ১০ মিলিয়ন মানুষ এই অ্যাপটি ইন্সটল করছে বা ডাউনলোড করছে। এই অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার মন মোট অ্যাপ এ লক বসাতে পারবেন এবং যেগুলো লক করবেন না তা আলাদা করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করতে (App Lock-Lock Apps, Password) ক্লিক করুন।
- App Lock Smart Mobile Tools: বর্তমানের তুলনায় এই অ্যাপটি নতুন। কিন্তু এটি মানুষের কাছে আসতে আসতে জনপ্রিয় হচ্ছে। এটির ইন্টারফেস খুবই সুন্দর এবং এটি ব্যবহার করা খুবই সহজবোধ্য। এখানে আপনি আপনার প্রোফাইল খুলতে পারবেন এবং আপনার দরকারি অ্যাপ গুলো সিলেক্ট করতে পারবেন। এখানে এক ক্লিকে আপনি সামাজিগ অ্যাপ আনলক করতে পারবেন। তাছাড়াও কেউ যাতে এই অ্যাপটি আন-ইন্সটল করতে না পারে সেই সিস্টেমও করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করতে ( App Lock Smart Mobile Tools ) ক্লিক করুন।
- Ivy Mobile App Lock: এই অ্যাপ খুবই জনপ্রিয় একটি অ্যাপ। প্রায় ৫১৬ হাজার প্লাস মানুষ এই অ্যাপটি তে রেটিং দিয়েছে এবং প্রায় ১০ মিলিয়ন প্লাস মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছে। আপনি যদি আপনার প্রয়োজনীয় কোন অ্যাপ লক করতে চান, তাহলে দেরি না করে এই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা শুরু করে দিন। অ্যাপটি ডাউনলোড করতে ( Ivy Mobile App Lock ) ক্লিক করুন।
মোবাইল মেসেজিং অ্যাপ গুলো কি কি?
এতক্ষন তো আমরা অ্যান্ড্রয়েডের জন্য 10টি সেরা অ্যাপ লকার সম্পর্কে জানতে পারলাম। তাহলে এখন মোবাইল মেসেজিং অ্যাপ গুলো কি কি? জেনে নি। মোবাইল মেসেজিং এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ গুলো হলো-
- টেলিগ্রাম
- মেসেঞ্জার
- হোয়াটসঅ্যাপ
- বোটিম
- সিগন্যাল
- ডিসকর্ড
- ইমো
ফ্রি ভিপিএন এন্ড্রয়েডঃ
আসুন এবার দেখে নেওয়া যাক ফ্রি ভিপিএন এন্ড্রয়েড-
- Windscribe VPN
- Hide.me VPN
- Proton VPN
- Opera VPN
- speedify
- Turbo vpn
- NordVPN
- Bitdefender
- Surfshark
- TunnelBear
- Windscribe
এন্ড্রয়েড এর জন্য ক্ষতিকর অ্যাপঃ
- রকেট ক্লিন (Rocket Cleaner)
- বিটফেনেক্স (Bitfenex)
- কুকয়েন (Kucoin)
- রকেট ক্লিনার লাইট (Rocket Cleaner Lite)
- শুট ক্লিন (Shoot Clean)
- শুট ক্লিন লাইট (Shoot Clean Lite)
- কুইক গেমস (Quick Games)
- এইচ৫ গেম বক্স (H5 Game box)
- লিঙ্ক ওয়ার্ল্ড ভিপিএন (LinkWorldVPN)
- বাইন্যান্স (Binance)
- হুওবি (Huobi)
- বিটস্ট্যাম্প (Bitstamp)
- এমইএক্সসি গ্লোবাল (MEXC Global)
লেখকের শেষ কথাঃ
স্মার্ট মোবাইল আমাদের অনেক উপকার করে থাকলেও এর ভেতরে থাকা অনেক অ্যাপ আমাদের ক্ষতি করতে পারে। অ্যান্ড্রয়েড এ ইন্সটল করা অ্যাপ গুলোতে আমাদের যদি কোন তথ্য থাকে তাহলে অ্যাপ লক ব্যবহার করা উচিত। এর ফলে তথ্য চুরি হওয়ার আসঙ্খা কমে যাবে। অ্যান্ড্রয়েডের জন্য 10টি সেরা অ্যাপ লকার দেখে নিন ভালো করে।
পোষ্টটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাদের কে অনেক অনুপ্রেরিত করে। কোন কিছু বলার থাকলে আমাদের যোগাযোগ পেজে ভিজিট করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url