পায়খানায় প্রবেশ ও বের হবার দোয়া সম্পর্কে জেনে নিন
পায়খানায় প্রবেশ ও বের হওয়া পর্যন্ত কিছু নিয়মঃ
- পায়খানায় প্রবেশের সময় প্রথমে বাম পা তার পরে ডান পা দিবেন।
- বের হবার সময় প্রথমে ডান পা পরে বাম পা দিবেন।
- দক্ষিণ দিকে মুখ করে বাম পায়ের উপর ভর দিয়ে যাওয়া যাবে না
- কেবলার দিকে বা পিছন করে বসবেন না।
- কোরআন মাজীদ বা এর কোন লিখিত আয়াত সঙ্গে রাখবেন না।
- খালি মাথায় পেশাব পায়খানায় যাবেন না।
- টুপি-গামছা বা অন্য কিছু দ্বারা মাথা ঢেকে যাবেন।
- ফলদার গাছের নিচে মলমূত্র ত্যাগ করা নিষেধ।
- চাঁদ বা সূর্যের দিকেও তাকাবেন না কথা বলবেন না,কাশি দিবেন না।
- কোরআন হাদিস বা অন্য কোন দোয়া কালাম পড়বেন না।
- ছুয়ে বা দাঁড়িয়ে অথবা প্রয়োজনের অতিরিক্ত উলঙ্গ হয়ে মলমত্র ত্যাগ করবেন না।
- ডান হাতে শৌচ করবেন না, এরূপ করা মাক্রুহ।
পায়খানায় যাওয়ার পূর্বের দোয়াঃ
اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ
উচ্চারণঃ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।’
অর্থ : ‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই।’ (বুখারি)
পায়খানা থেকে বের হওয়ার দোয়াঃ
الحمدُ للهِ الذي أَذْهَبَ عَنَّى الأَذَى عَافَانِي
উচ্চারণ : আলহামদুলিল্লা হিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি
অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার হতে কষ্টদায়ক বিষয়সমূহ দূর করেছেন এবং আমাকে নিস্তার দিয়েছেন। (আবু দাউদ, হাদিস : ৩০ : ইবনে মাজাহ, হাদিস : ৩০১)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url