পোর্ট আব স্পেন কিন্তু স্পেনের পোর্ট নয়।
পোর্ট অব স্পেন শুনতে স্পেনের কোন বন্দর মনে হলেও এটা আসলে তা নয়। পোর্ট অব স্পেন মূলত ওয়েস্ট ইন্ডিজের দক্ষিণ -পূর্বে অবস্থিত ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’র রাজধানী ও প্রধান বন্দর। ১০.৪ বর্গ কিমি অায়তনের জনবহুল এ শহরটির জনসংখ্যা প্রায় ১.৬৫.০০০ জনসংখ্যার দিক থেকে এটা দেশটির তৃতীয় বৃহত্তম শহর। ত্রিনিদাদের উত্তর পশ্চিম উপকূলে পারিয়া উপসাগরের সন্নিকটে এর অবস্থান। ১৭৫৭ সালে এটা রাজধানীরর মর্যাদা লাভ করে। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত সুউচ্চ দালান, রাতের জাঁকালো নিয়ন বাতিতে আলোয় অালোকিত রাস্তা,আর বছরব্যাপী ক্যারাবীয় ঐতিহ্যের নানা উৎসব আয়োজন এ শহরকে করেছে প্রাণবন্ত। এখানকার বোটানিক্যাল গার্ডেন, শপিংমল, আর্ট অ্যান্ড হিস্ট্রোরি মিউজিয়াম এবং বিস্তীর্ণ সমুদ্র সৈকত সে সাথে যুক্ত করেছে ভিন্ন মাত্রা।পোর্ট অব স্পেনেই রয়েছে এ অঞ্চলের বিখ্যাত ক্রিকেট মাঠ কুইনস পার্ক ওভাল। এটা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজের সর্বাধিক দর্শক (২৫০০০ দর্শক) ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রিকেট ভ্যেন্যু হিসাবে পরিচিত।
[the_ad id=”1420″]
Nyc