আজ নেত্রকোনায় বারহাট্টা থানাধীন দেওপুর এলাকার মোট ০৫ জন নতুন করে করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন৷ এদের মধ্যে ০৪ জন মহিলা ও ০১ জন পুরুষ এবং চাঁনপুর এলাকার ০১ জন (পুরুষ)। তারা প্রত্যেকেই গার্মেন্টস কর্মী এবং গত নেত্রকোনা, কোরনা রোগী,১০ এপ্রিল নারায়নগঞ্জ থেকে নেত্রকোণায় আগমন করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে৷ নেত্রকোণায় এ নিয়ে মোট করোনা আক্রান্ত ১১ জন৷
বিষয়টি নেত্রকোনার পুলিশ সুপার তার অফিসিয়াল ফেইসবুক পেইজে নিশ্চিত করেছেন। সেই সাথে সকল কে আরো সাবধান হওয়ার জন্য অনুরোধ করছেন৷ এবং এলাকায় অবস্থিত জেলার বাহির থেকে আগতসহ যে কারোর সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলেছেন।
এখন পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ১০১২ জন এবং মৃতের সংখ্যা ৪৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।
Check Also
ধরা পড়ে বিবা’হিত যুবককে দ্বিতীয় বিয়ে করলেন ম’হিলা ভাইস চেয়ারম্যান
বিয়েতে দেনমোহর ধ’রা হয় ২০ লাখ টাকা।স্থানীয়রা জানান, এক স’ন্তানের জননী ফারহা’না ইয়াসমীন গাংনী উপজে’লা …
sad
Good
Very sad
Very good
very sad
Nice post
Nice
Nice
good
nice
Great
Nc
Hi
ohh
Nice
Best
Nic
Woww
Wow
Wow
Nice post
Nice wow
Woww