বর্তমানে কোরনা মহামারীর আতঙ্ক কাজে লাগাচ্ছে সাইবার দুর্বৃত্তরা।
কোরানা সংক্রান্ত ভুয়া মেইল পাঠিয়ে ফিশিং করার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে ব্যাক্তিগত গুরুত্বপূর্ন তথ্য। অনেক বড় বড় ইউটিউব একাউন্টও হ্যাক হচ্ছে তার ফলে।
কোরনা ভাইরাস সংক্রান্ত এইসব ভোয়া মেইলের মাঝে কোন লিংক দিয়ে ক্লিক করতে বলা হয়। লিংকে ক্লিক করার মধ্যেমেই সকল প্রকার একসেস নিয়ে নেয় হ্যাকার চক্র। যেটাকে মূলত ফিশিং বলা হয়।
টেক জায়ান্ট গুগল এর মতে, শুধু মাত্র গত ১ সপ্তাহেই ১ কোটি ৮০ লাখের বেশি ম্যালওয়্যার ও ফিশিং মেইল দেখেছেন তারা। এইসব মেইল করোনাভাইরাস বা কোভিড-১৯–সংক্রান্ত স্ক্যাম মেইল। গুগল আরো জানিয়েছেন, তাদের প্রতিদিন ২৪ কোটি স্প্যামিং মেসেজের মধ্যে করোনাভাইরাস সংক্রান্ত অনেক স্ক্যামিং মেসেজ যুক্ত হয়েছে।
স্ক্যামিং এবং ফিশিং মেইল থেকে বাঁচতে হলে নিচের বিষয় গুলা খেয়াল রাখুন।
১/ প্রথমেই খেয়াল করুন মেইলটি কোন পরিচিতি মেইল ঠিকনা থেকে এসেছে কিনা।
২/ মেইলে কোন লোভনীয় অফার আছে কিনা,কোন প্রকার ভয় ভীতিকর তথ্য আছে কিনা।
৩/ কোন প্রকার শর্ট লিংকে ক্লিক করতে বলা হচ্ছে কিনা। যেমন : https:// bit.ly/abc।
১০০% নিশ্চিত না হয়ে লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।
৪ / সর্বশেষ যদি মেইল টি যদি ভুয়া মনে হয় তাহলে মেইলটি রিপোর্ট করে স্প্যাম ফোল্ডারে রেখে দিন।
এছাড়াও কোরনা ভাইরাস সংক্রান্ত ভূয়া খরব স্প্যাম্পিং এবং ফিশিং টেকাতে গুগল, ফেইসবুক সহ বড় বড় টেক প্রতিষ্ঠান গুলাও কাজ করে যাচ্ছে।
[the_ad id=”1420″]
Somewhere
Good
Nice
good job
Very good
Nice
hmm
Great
Excellent
Good post
Hi
wow
Ok
Good
Nic
Nice
Woww
Wow
Nice post
Wow
Wow nc
Nc
Niccccccc
Excellent
Nice